ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন জাদেজা

0
2

টেস্ট ক্রিকেটে( test cricket) রেকর্ড গড়লেন রবীন্দ্র জাদেজা( ravindra jadeja)। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে ২০০০ রান করে নয়া নজির গড়ে ফেললেন জাড্ডু। শুক্রবার ইংল্যান্ডের( England) বিরুদ্ধে প্রথম টেস্টে তৃতীয় দিনে এই রেকর্ড গড়লেন তিনি।

২০০০ রান করতে জাদেজার বাকি ছিল আর মাত্র ১৫ রান। এদিন ৬০ ওভারে স্যাম কুরানের বলে ৪ মেরে টেস্ট ক্রিকেটে ২০০০ রান করে ফেলেন তিনি। টেস্টে ২২১ টি উইকেটের পাশাপাশি এদিন ২০০০ রান পূরণ হয়ে যাওয়ায় নতুন নজির গড়ে ফেললেন জাড্ডু। অনিল কুম্বলে, কপিল দেব, হরভজন সিং এবং রবিচন্দ্রন অশ্বিনদের সঙ্গে এলিট গ্রুপে যোগ দিলেন জাদেজা। শুধু তাই নয়, বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসাবে দ্রুত এই রেকর্ড গড়লেন তিনি। ৫৩টি টেস্ট খেলে এই রেকর্ড গড়েছেন জাদেজা। এই তালিকায় শীর্ষে রয়েছেন স্যার ইয়ান বথাম। ৪২টি টেস্ট খেলে এই নজির গড়েছিলেন তিনি।

আরও পড়ুন:অলিম্পিক্সে সেমিফাইনালে হার বজরং পুনিয়ার