৭দিনের জন্য জামিন পেলেন রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডু

0
1

রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু ৭ দিনের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন৷ হাইকোর্ট এই নির্দেশ দিয়ে জানিয়েছে,
৯ আগস্ট থেকে পরবর্তী ৭ দিনের জন্য জামিন কার্যকর হবে৷ তাঁর বাড়ি পাহারা দেবে স্থানীয় থানার অস্ত্রধারী দু’জন পুলিশ। আগামী ১৬ অগাস্ট বেলা সাড়ে ১০টায় তাঁকে প্রেসিডেন্সি সংশোধনাগারে ফেরত আসতে হবে।

মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন রোজ ভ্যালি কর্তা। পাশাপাশি করোনার কারনে তাঁকে আপাতত অন্তর্বতী জামিন দেওয়া হোক, এই আবেদনও করেছিলেন তিনি। ইডির তরফে আপত্তি জানিয়ে বলা হয়, এই মুহূর্তে তদন্ত চলছে। তাই জামিন সম্ভব নয়। হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদ ৭দিনের অন্তর্বর্তী জামিনের আদেশ দিয়ে জানান, ৫০ হাজার টাকা নগদ ও ১০ হাজার টাকার দুটি সিওরিটি বন্ড জমা রাখতে হবে গৌতম কুণ্ডুকে।

আরও পড়ুন:ফেক নিউজ ছড়িয়ে উত্তেজনা তৈরির অভিযোগ, পুলিশ জেরার মুখে অগ্নিমিত্রা