সাতদিন ধরে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচির ডাক বঙ্গ বিজেপির

0
1

বিজেপির কর্মী-সমর্থকদের তৃণমূলের বিরুদ্ধে ময়দানে নামাতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । ৯ অগাস্ট থেকে ১৬ অগাস্ট টানা সাতদিন ধরে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচির ডাক দিল বঙ্গ বিজেপি । রাজ্যজুড়ে এই কর্মসূচি হবে । ইতিমধ্যেই বিজেপির ৩৯টি সাংগঠনিক জেলা সভাপতিকে নির্দেশ পাঠানো হয়েছে ।

জানা গিয়েছে, ৯ অগাস্ট হবে শহিদ দিবস ৷ ওই দিন জেলায় জেলায় মশাল মিছিল করবে বিজেপির যুব মোর্চা । এছাড়া বিজেপির এসটি মোর্চা বিশ্ব আদিবাসী দিবস পালন করবে । ১০ অগাস্ট রাজ্যজুড়ে স্বচ্ছতা অভিযান পালন করা হবে । বিজেপি ওই দিন স্বাধীনতা সংগ্রামীদের, মনীষীদের মূর্তি পরিষ্কার কর্মসূচি ও সমস্ত বিধানসভা কেন্দ্রে বিশেষ সম্পর্ক অভিযান করবে । ১১ অগাস্ট বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজেপির শহিদ পরিবারগুলির বাড়িতে প্রবাস কর্মসূচি হবে । ১২ অগাস্ট মহিলা মোর্চা রাজ্যজুড়ে আইন অমান্য করে গ্রেফতারি বরণ কর্মসূচি করবে । ১৩ অগাস্ট কবাডি ও ফুটবল টুর্নামেন্ট হবে সমস্ত জেলায় । সবকটি বিধানসভাতে এই কর্মসূচি পালন করা হবে । ১৪ অগাস্ট দেশভাগ ও বর্তমান পশ্চিমবঙ্গ এই বিষয়ে কলকাতা, শিলিগুড়ি, মালদা, দুর্গাপুর, কাঁথি, কৃষ্ণনগরে বিশেষ সেমিনার হবে । বিজেপির বুদ্ধিজীবী সেল এই কর্মসূচি পালন করবে ।
বিজেপি সূত্রে খবর, দলীয় কর্মী-সমর্থকদের আবার আন্দোলনমুখী করে তুলতে টানা সাতদিন প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ।