বৃষ্টির ( rainy season) থেকে এখনই রেহাই নেই। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur weather office)। জানা গিয়েছে আগামিকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টি হতে পারে । বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই জোড়া ফলার প্রভাবেই রাজ্যে বৃষ্টি হচ্ছে।
এদিকে নাগারে প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। কোনো কোনো রাস্তা হাঁটু জল, কোথাও আবার রাজপথ দিয়ে নদীর স্রোতের মতো জল বয়ে যাচ্ছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন নদীতে নদীতে বাড়ছে জলস্তর। ফলে বহু এলাকাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে।









































































































































