রুপো জয়ী রবি কুমারকে ৪ কোটি টাকা পুরষ্কার হরিয়ানা সরকারের

0
3

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) রুপো জয়ী রবি কুমারকে( ravi kumar) ৪ কোটি টাকা পুরষ্কার দিচ্ছে হরিয়ানা সরকার। বৃহস্পতিবার ৫৭ কেজির কুস্তিতে ভারতকে পদক এনে দিয়েছেন রবি কুমার। এরপরই বিশাল আর্থিক পুরষ্কার ঘোষণা করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।

এদিন টুইট করে রবিকে অভিনন্দন জানিয়ে খট্টর লিখেছেন, “আমাদের ঘরের ছেলে রবি দাহিয়া শুধু হরিয়ানার নয়, সারা ভারতের হৃদয় জিতে নিয়েছে। রুপো জেতার জন্য ওকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। জীবনে আরও সাফল‍্য আসুক তোমার।”

এদিন জানান হয়, হরিয়ানা সরকার ৪ কোটি টাকা দিচ্ছে রবি কুমারকে। সঙ্গে সরকারি চাকরি এবং  কম টাকায় জমি দেওয়া হচ্ছে ভারতীয় এই কুস্তিগীরকে। এ ছাড়াও রবি কুমারের গ্রামে কুস্তির জন্য একটি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করা হবে বলে জানান হয়েছে।

আরও পড়ুন:ব্রোঞ্জ পদক জয় হল না দীপক পুনিয়ার