টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) ফ্রি-স্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগে সেমিফাইনালে হারলেন দীপক পুনিয়া( deepak punia)। যার ফলে ব্রোঞ্জ পদক হাতছাড়া হল তাঁর। বৃহস্পতিবার তিনি সেমিফাইনালে ২-৪ ব্যবধানে হারলেন সান মারিনোর মাইলস নাজেম আমিনের কাছে।
ম্যাচের শুরুটা ভালই করেছিলেন দীপক। বাউটের প্রথম পিরিয়ডে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন দীপক। বাউটের প্রথম পয়েন্ট সংগ্রহও করেন ভারতীয় কুস্তিগীর। এরপরই ম্যাচে ফিরে আসেন সান মারিনো। দ্বিতীয় পিরিয়ডে সান মারিনোর কুস্তিগীর ৩ পয়েন্ট সংগ্রহ করেন। ফলে ২-৪ ব্যবধানে পিছিয়ে পড়তে থাকেন দীপক। শেষমেশ ক্যামব্যাক করার চেষ্টা করলেও, আর ঘুরে দাঁড়াতে পারেননি তিনি। ফলে এবারের মতো আশা জাগিয়েও টোকিও অলিম্পিক্স থেকে খালি হাতে ফিরতে হল ভারতীয় এই কুস্তিগীরকে।
আরও পড়ুন:অলিম্পিক্সে রুপো জয়ী রবি কুমারকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর












































































































































