বড় ক্ষতি ইংল‍্যান্ড শিবিরে, চোটের কারণে আইপিএল, টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্চার

0
1

চোটের কারণে ভারত-ইংল‍্যান্ড( india-england) টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন জোর্ফা আর্চার( jofra archer)। শুধু তাই নয় ২০২১ এর বাকি সময় ক্রিকেট থেকে দূরে থাকবেন এই তারকা পেসার। ফলে আসন্ন আইপিএল( ipl) এবং টি-২০  বিশ্বকাপেও( t-20 world cup) দেখা যাবে না আর্চারকে। ডান কাঁধের চোটের কারণে সরে যেতে হচ্ছে তাকে। আপাতত বিশ্রামে থাকবেন আর্চার। সম্প্রতি ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পেয়েছিলেন আর্চার।

এদিন  ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড( ecb) তরফ থেকে জানান হয় যে,” চলতি ভারত সিরিজ থেকে তো বটেই, আসন্ন আইপিএলের দ্বিতীয় পর্ব ও টি২০ বিশ্বকাপও খেলতে পারবেন না জোফ্রা আর্চার। এছাড়া তাকে পাওয়া যাবে না অ্যাসেজও।

আরও পড়ুন:রুপো জয়ী রবি কুমারকে ৪ কোটি টাকা পুরষ্কার হরিয়ানা সরকারের