ভ্যাকসিনের ছাড়পত্র আছে? বাসে উঠতে আবশ্যক বাংলাদেশে!

0
2

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের (LockDown) সময়সীমা বাড়লো আরও ৫ দিন।  চলবে ১০ অগাস্ট পর্যন্ত। এর পরের দিন অর্থাৎ ১১ অগাস্ট থেকে অল্প সংখ্যক গণপরিবহন ( Public Transport ) চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুলবে শপিংমল ও দোকানপাটও। তবে গণপরিবহনে উঠতে লাগবে করোনার টিকা (Covid-19 Vaccine)। যদিও সরকার এই সময়ের মধ্যে টিকার ব্যবস্থা কিভাবে করবে তা নিয়ে প্রশ্ন ওঠেছে।

১১ অগাস্টের পর ১৮ বছরের ঊর্ধ্বে কেউ করোনার টিকা না নিয়ে ভ্রমণ করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এছাড়াও ১১ অগাস্টের পর টিকা ছাড়া রাস্তায় মোটরসাইকেল, বাইসাইকেল, বাস, ট্রেনে চলাচল করতে পারবে না বলে জানিয়েছে প্রশাসন।

আরও পড়ুন- অলিম্পিকে রুপোর পদক নিশ্চিত ভারতের, কুস্তিতে ফাইনালে উঠলেন রবি কুমার