সবসময়ই নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের মানুষের পাশে থাকেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। ডায়মন্ড হারবার (Diamond Harbour) পুরসভা অঞ্চলে ভ্যাকসিনের (Vaccine ) প্রথম ডোজ পেয়েছেন ১০০ শতাংশ মানুষ। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৯০% -এর বেশি মানুষকে। এটা সারা রাজ্যে টিকা দেওয়ার ক্ষেত্রে একটা রেকর্ড। আর এটা সম্ভব হয়েছে “ভ্যাক্সিনেশন অন হুইলস”-এর মাধ্যমে।


এই প্রকল্পে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা বাড়ি গিয়েই ভ্যাকসিন দেওয়ার কাজ করেছেন। অর্থাৎ যাঁরা অপারগ; ভ্যাক্সিনেশন সেন্টার পর্যন্ত গিয়ে ভ্যাকসিন নিতে পারছেন না, তাঁদের কাছে পৌঁছে গিয়েছেন পুরসভার কর্মীরা। প্রত্যেকটি ওয়ার্ডে এই কাজে নেতৃত্ব দিয়েছেন জনপ্রতিনিধিরা। অত্যন্ত খুশি স্থানীয় বাসিন্দারা। এলাকার সাংসদ এবং জনপ্রতিনিধিদের উদ্যোগে আপ্লুত তাঁরা। এর আগেও করোনাকালে কমিউনিটি কিচেন চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের অনেক নিরন্ন মানুষের মুখে লকডাউনে অন্ন তুলে দিয়েছেন তিনি। এবার ভ্যাকসিন দিয়ে তাঁদের করোনা প্রতিষেধকের ব্যবস্থা করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।


আরও পড়ুন- পেগাসাস: নজরদারি চলছিল শীর্ষ আদালতের রেজিস্টার ও প্রাক্তন বিচারপতির উপরেও




































































































































