বাঁধের ছাড়া জলেই বন্যা পরিস্থিতি: মমতার অভিযোগে কার্যত সিলমোহর পিএমও-র

0
1

বৃষ্টির কারণে নয়, ডিভিসির ছাড়া জলেই বন্যা পরিস্থিতি রাজ্যে- এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) সেই অভিযোগ জানিয়েছেন তিনি। প্লাবিত এলাকা পরিদর্শনের পরে তথ্য দিয়ে কড়া চিঠিও লেখেন মমতা। এবার মমতার অভিযোগে কার্যত সিলমোহর দিল পিএমও (Pmo)। নিজেদের টুইটার হ্যান্ডেল (Twitter) এদিন পিএমও-র তরফে লেখা হয়,

“পশ্চিমবঙ্গে বাঁধ থেকে জল ছাড়ার ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্লাবিত এলাকার মানুষের সুরক্ষা এবং নিরাপত্তা জন্য প্রার্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।”

মমতা বারবারই বলছেন, এটা ‘ম্যান মেড বন্যা’। রাজ্যে এত বৃষ্টি হয়নি যে বন্যা পরিস্থিতি হতে পারে। ডিভিসির জলাধারগুলিতে পলি পরিষ্কার না করার কারণেই অনিয়ন্ত্রিতভাবে অত্যাধিক জল ছাড়া হয়েছে। এর ফলেই রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত। পিএমও-ও সেই অভিযোগে কার্যত স্বীকার করে নিল।

আরও পড়ুন- রাহুলের পর দিল্লিতে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধিদলের