দিদি প্রধানমন্ত্রী (prime minister of India) হলে তবেই ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়িত হবে’। ঘাটালের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে কেন্দ্রকে ঠিক এই ভাষাতেই তীব্র আক্রমণ করলেন সাংসদ – অভিনেতা দেব (actor and MP Dev)। বুধবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল (flooded area of Ghatal , West Midnapore) ব্লকের বন্যা প্লাবিত বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন দেব।
কথা বলেন স্থানীয় মানুষজনের সঙ্গে। জানতে চান সমস্যা -অভাব-অভিযোগের কথা। এদিন দুপুর নাগাদ ঘাটাল মহকুমা শাসকের দফতরে আসেন তিনি। সেখানে বন্যায় মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। তারপর নৌকোয় চেপে ঘাটাল অজবনগরের বন্যা প্লাবিত বিভিন্ন এলাকায় যান। তাঁর সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল ব্লকের বিডিও প্রমুখ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব এদিন বলেন, “বিরোধীরা যতই বলুক আমরা সোনার বাংলা গড়ব, ভোটের পর তাঁদের কারও আর পাত্তা পাওয়া গেল না।” দেব আরো বলেন, কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ নিয়ে এতটুকুও ভাবে না। শুধু সোনার বাংলা গড়বে গড়বে করেই পালিয়ে গেল। কেন্দ্র সরকার যখন যা মনে হবে বলে দেবে, কিন্তু কাজের কাজ হবে না। তাই দ্রুত দিদিকে প্রধানমন্ত্রী করতে হবে। তবেই ঘাটাল মাস্টারপ্ল্যান দ্রুত রূপায়িত হবে।