হার মেনেছেন বিজেপির গডফাদার: সাংসদদের সাসপেশনে মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের

0
1

তৃণমূলের 6 সাংসদকে দিনের মতো সাসপেন্ড করে দেওয়ার প্রতিবাদে গর্জে উঠলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। নিজের টুইটার হ্যান্ডেল (Twitter Handel) নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র আক্রমণ করে অভিষেক লেখেন,

“আমাদের সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অর্থই হল বিজেপির 56 ইঞ্চির গডফাদার হার মেনেছেন।
আপনারা আমাদের সাসপেন্ড করতে পারেন কিন্তু কণ্ঠরোধ করতে পারবেন না।
মানুষের স্বার্থে লড়াই জারি থাকবে। সত্যের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব।”

এর সঙ্গে এদিন সাংসদদের সাসপেনশনের নোটিশটিও পোস্ট করেন অভিষেক। পেগাসাস-সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ-আন্দোলনের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজেও লোকসভায় উপস্থিত থেকে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিন দলীয় সাংসদদের সাসপেনশন এর অত্যন্ত ক্ষুব্ধ অভিষেক। মোদি সরকারের বিরুদ্ধে টুইটে তাই নিজের ক্ষোভ উগরে দেন তিনি।