অজন্তার সমর্থনে জাগোবাংলা’য় এবার কলম ক্ষিতিকন্যা বসুন্ধরার

0
1

অনিল বিশ্বাসের কন্যার পাশে দাঁড়ালেন আরেক ডাকসাইটে বামফ্রন্ট নেতা ক্ষিতি গোস্বামীর কন্যা। জাগাবাংলায় বঙ্গরাজনীতিতে নারীশক্তি নিয়ে লিখে সিপিএমের একাংশের রোষে পড়েছেন অজন্তা বিশ্বাস। মঙ্গলবার ওই কাগজেই কলম ধরেছেন বসুন্ধরা গোস্বামী। পূর্ণ সমর্থন দিয়েছেন অজন্তাকে। সিপিএম সম্পর্কে লিখেছেন এ ধরণের স্টালিনিয় কাজকর্মেই পার্টিটা শূন্যে এসে দাঁড়িয়েছে। অজন্তার লেখার স্বাধীনতাকে সমর্থন করেছেন সিপিআইএমএল লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্যও।