ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হামলার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মী-সমথর্করা। মঙ্গলবার নদিয়ার ফুলিয়া বাসট্যান্ড সংলগ্ন জাতীয় সড়কে টায়ার জ্বেলে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি চালায় তাঁরা। ত্রিপুরায় বিজেপির নির্দেশেই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বলে তাঁদের দাবি।
গতকাল ত্রিপুরায় অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে এদিন গোটা নদিয়ার একাধিক জায়গায় বিক্ষোভ কর্মসূচি চালায় তৃণমূল কর্মী-সমর্থকরা। গতকালের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাঁরা জানান, ত্রিপুরার বিজেপি সরকার এবং প্রশাসন একত্রিত হয়ে এই হামলা চালিয়েছে। কারণ বিজেপির নির্দেশেই ত্রিপুরার রাজ্য প্রশাসন কাজ করে। আর যদি তা না হলে প্রশাসনের সামনে কীভাবে তাদের একজন দলীয় সাংসদের ওপর হামলা চালানো হতে পারে,তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিন সকালে নদিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ৪০ মিনিট ধরে এই বিক্ষোভ কর্মসূচি চলে। প্রসঙ্গত , গতকাল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পৌঁছতেই দফায় দফায় পথ অবরোধ, গো ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের নেতা থেকে কর্মী-সমর্থক সকলেই। এরপরই তৃণমূল সাংসদের উপর হামলার ঘটনাকে ধিক্কার জানিয়ে এদিন রাজ্যজুড়ে জেলায় জেলায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা।
