বৃষ্টিতে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ

0
3

সাম্প্রতিক প্রবল বর্ষণের ফলে একাধিক জেলায় বড়সড় দুর্ঘটনা ঘটেছে৷ সেই সব দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও ঘটেছে৷ এবার মৃতদের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার৷

দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য সরকার। মূলত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও দেওয়াল চাপা পড়েই এইসব মৃত্যু হয়েছে। সরকারি হিসেব বলছে, রাজ্যে মোট মৃতের সংখ্যা ১৬ জন। জেলাভিত্তিক মৃতের হিসেব এই রকম,

◾দক্ষিণ ২৪ পরগণায় ১

◾বাঁকুড়ায় ৪,

◾কালিম্পংয়ে ২,

◾হাওড়ায় ১,

◾পশ্চিম বর্ধমানে ১,

◾পশ্চিম মেদিনীপুরে ২,

◾পূর্ব বর্ধমানে ১,

◾পুরুলিয়ায় ৩

◾মুর্শিদাবাদে ১ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে রাজ্যে ৩০৫টি ত্রাণ শিবির চলছে। সেখানে আশ্রয় নিয়েছেন ১৮ হাজার ৮৩৩ জন।