বাসের সঙ্গে লরির সংঘর্ষে জলপাইগুড়িতে আহত ২৩

0
1

বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম কমপক্ষে ২৩ জন যাত্রীর। সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির গোশালা মাড় এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজন মহিলা ও শিশু রয়েছেন বলে জানিয়েছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ।

পুলিশ সূত্রের খবর, পরিযায়ী শ্রমিক বোঝাই একটি বাস অসমের গুয়াহাটি থেকে কেরলের উদ্দেশে যাচ্ছিল। এদিন সকালে বাসটি জলপাইগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় উলটো দিক থেকে আসা একটি লরি বাসটিকে ধাক্কা মারে। এরপরই যাত্রী বোঝাই বাসটি সেখানে উল্টে যায়। ঘটনাস্থলে ছুটে আসেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় কোতোয়ালি থানার সাহায্যে আহতদের স্থানীয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তাঁরা। আহতরা জানিয়েছেন, বাড়ি ফিরে যাওয়ার মতো অর্থ তাঁদের কাছে নেই। এমতাবস্থায় দিশেহারা আহত শ্রমিকরা।