অলিম্পিক্সে ব্রোঞ্জ জয় সিন্ধুর

0
2

টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) ভারতের( india) দ্বিতীয় পদক। রবিবার মহিলাদের ব‍্যাডমিন্টনে সিঙ্গেলসে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিলেন পিভি সিন্ধু( pv sindhu)। এদিনের ম‍্যাচে তিনি হারালেন চীনের হে বিংজিয়াওকে। ম‍্যাচের ফলাফল  ২১-১৩, ২১-১৫। ২০১৬  রিও অলিম্পিক্সে রুপো জয়ের  পর টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয় সিন্ধুর। তিনিই দেশের অলিম্পিক্সের ইতিহাসে প্রথম দুটি পদক জয়ী মহিলা ক্রীড়াবিদ।

এদিনের ম‍্যাচে প্রথম থেকেই যেন লড়াকু সিন্ধুকে চোখে পড়ে। শুরু থেকেই ছিল হার না মানা মনোভাব। দুটি সেটে একেবারে দাঁড়াতেই দেয়নি বিংজায়াওকে। একের পর এক স্ম্যাশ ও প্লেসমেন্টেই বাজিমাত করে দেন সিন্ধু।

আরও পড়ুন:যুবির ‘বন্ধুত্ব দিবস’ ভিডিওতে নেই ধোনি, দু’জনের ব্যক্তিগত রসায়ন নিয়ে শুরু চর্চা