এয়ারস্ট্রাইকের জবাব, কান্দাহার বিমানবন্দরে রকেট হামলা তালিবানের

0
1

গৃহযুদ্ধে রক্তাক্ত হয়ে উঠেছে ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তান(Afghanistan)। এলাকা দখলের উদ্দেশ্যে লাগাতার সংগ্রাম চলছে আফগান সেনা ও তালিবান(taliban) জঙ্গিদের মধ্যে। এই পরিস্থিতির মধ্যেই এবার আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কান্দাহার বিমানবন্দরে(kandhar airport) রকেট হামলা চালালো তালিবানরা। শনিবার রাতে এই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে।

রবিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ আফগানিস্তানে অবস্থিত কান্দাহার বিমানবন্দরে রকেট হামলা চালানো হয়েছে। বিমানবন্দর লক্ষ্য করে পরপর তিনটি রকেট ছোড়া হয়, এরমধ্যে দুটি রানওয়েতে এসে আঘাত করে। এর জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রানওয়েটি। এই অবস্থাতে সমস্ত রকম বিমান পরিষেবা বাতিল করা হয়েছে পাশাপাশি শুরু হয়েছে মেরামতের কাজ। আশা করা হচ্ছে আজ রাত থেকে ফের উড়ান পরিষেবা শুরু করা সম্ভব হবে। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে তালিবান।

আরও পড়ুন:এক কাপ চা ১৫ লাখ: মদন মিত্রের প্রতীকী প্রতিবাদ

তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, “কান্দাহারকান্দাহার বিমান বন্দরে হামলা চালানো হয়েছে কারণ শত্রুরা এই বিমানবন্দর থেকেই আমাদের বিরুদ্ধে এয়ার স্ট্রাইক চালাচ্ছিল।” আফগানিস্তানের ৮৫ শতাংশ অংশ দখল করে নিয়েছে তালিবান জঙ্গিরা। তালিবানকে জব্দ করতে লাগাতার জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালাচ্ছে আফগান সেনা। এখানে অবস্থায় এবার পাল্টা কান্দাহার বিমান বন্দরে হামলা চালালো জঙ্গিরা।