নিয়মে অনেক ছাড় দিয়ে রাজ্যে ১৫ অগাস্ট পর্যন্ত জারি বিধিনিষেধ। তবে বন্ধ রয়েছে স্কুল-কলেজ (School-College), শিক্ষাপ্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি স্কুলের পড়ুয়াদের যাতে লেখাপড়ায় সমস্যা না হয় সে কারণে এবার নয়া শিক্ষা পদ্ধতি চালু করতে চলেছে রাজ্য সরকার। সোমবার থেকে ফোনে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ক্লাস (Class) নেওয়া হবে।
শিক্ষা (Education) দফতর সূত্রে খবর, রবিবার বাদে প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। এর জন্য ছাত্র-ছাত্রীরা ১৮০০১২৩২৮২৩ এই টোল ফ্রি নম্বরে ফোন করে কোন বিষয়ের শিক্ষক প্রয়োজন তা জানালে তার জন্য একটি নির্দিষ্ট নম্বরে (Number) ডায়াল করতে বলা হবে। এইজন্যে বিভিন্ন বিষয়ের ১০২৪ জন শিক্ষককে নির্দিষ্ট করা হয়েছে।
করোনা (Carona) পরিস্থিতিতে গত দেড় বছর বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে (Online) লেখাপড়া চললেও, প্রত্যন্ত গ্রামে সেই সুবিধা থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা। অনেক সময় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দীর্ঘদিন বিদ্যুৎ এবং ইন্টারনেট (Internet) পরিষেবা ব্যাহত হচ্ছে। ফলে ছেদ পড়ছে পঠনপাঠনে। এই এই সমস্যার কথা মাথায় রেখেই এবার ফোনেই পঠন-পাঠন চালু করছে শিক্ষা দফতর। তৃতীয় ঢেউ আটকাতে টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। একইসঙ্গে নেওয়া হচ্ছে সর্তকতা। এই কারণে কবে স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে তা এখনও স্পষ্ট নয়। এ পরিস্থিতিতে ফোনের মাধ্যমে লেখাপড়া জারি থাকুক চাইছে রাজ্য সরকার।
































































































































