উচ্চ প্রাথমিকে অভিযোগ ২৫ হাজারের বেশি, দ্রুত নিষ্পত্তি চায় কমিশন

0
3
দ্রুত উচ্চ প্রাথমিকের (Upper  Primary) নিয়োগের বিষয়ে অভিযোগের নিষ্পত্তি চায় স্কুল সার্ভিস কমিশন (School Services Commission)। ইন্টারভিউয়ের (Interview) তালিকা নিয়ে এবার ২৫ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে স্কুল সার্ভিস কমিশনে। সূত্রে খবর, শনিবার পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা ছিল। তার মধ্যে মোট ২৫৫০০টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে এক তৃতীয়াংশ অভিযোগ একাধিকবার জমা পড়েছে। আগামী সপ্তাহ থেকেই এর শুনানি শুরু হতে পারে বলে স্কুল সার্ভিস কমিশনে সূত্রে খবর।
হাইকোর্টের (High Court) নির্দেশ অনুযায়ী, ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরের তরফে ৬ জন যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিককে শুনানি পর্বের জন্য কমিশনকে দেওয়া হয়েছে। এই বিষয়ে দেরি করতে চাইছে না কমিশন। আগামী সপ্তাহ থেকেই  কেস টু কেস শুনানি পর্ব শুরু হবে। সে ক্ষেত্রে প্রতিদিন ১০০ টি করে অভিযোগের নিষ্পত্তি করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এর পাশাপাশি, একাধিক বোর্ড গঠন করে চাকরিপ্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি করা হবে বলে সূত্রে খবর।
এদিকে, এই সপ্তাহেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাবে। কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে নিয়োগপত্র দেওয়া যাবে না। তাই একাধিক বোর্ড গঠন করে দ্রুত অভিযোগের নিষ্পত্তি করতে চায় কমিশন।