বৃষ্টির জেরে কোমর জলে ডুবল বীরভূমের অন্যতম সতীপীঠ, কঙ্কালিতলা মন্দির। জলে থৈ থৈ মন্দিরও। তাই মন্দিরের ভিতর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মায়ের ছবিও। ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে মন্দিরের গর্ভগৃহ। পুজো দিতে এসে ফিরে যাচ্ছেন ভক্তরা।
গতকাল প্রবল বৃষ্টিতে বীরভূমের একাধিক জেলা জলমগ্ন। জলস্তর বাড়ায় প্লাবিত একাধিক গ্রাম। গতকাল অবিরাম বৃষ্টির জেরে হাটুজল ছিল মন্দির চত্বর। কিন্তু নদীর জলস্তর আরও বাড়ায় সেই জল কোমর অবধি ডুবে রয়েছে। এরপরই গর্ভগৃহ বন্ধ করে দেওয়া হয়। এমনকি মায়ের ছবিও নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায় মন্দির কর্তৃপক্ষ। আপাতত শিব মন্দিরে মায়ের ছবি রাখা হয়েছে এবং সেখানেই পুজোর ব্যবস্থা করা হয়েছে। মন্দিরের কুন্ডও জলের তলায়। পুরোহিতরা জানিয়েছেন, শিব মন্দিরেই পুজো অর্চনা, ভোগ নিবেদন করা হচ্ছে মায়ের।
