এবার বঙ্গভঙ্গের ধুঁয়ো বিজেপি বিধায়ক বরেন বর্মণের

0
1
ফের বঙ্গভঙ্গের ধুঁয়ো তুলে অশান্তি ছড়ানোর চেষ্টা এক বিজেপি বিধায়কের। জন বার্লা (John Barla), শিখা চট্টোপাধ্যায় (Shikha Chatterjee) ও আনন্দময় বর্মণের (Anandamoy Barman) পর এবার উত্তরবঙ্গকে (North Bengal) পৃথক করার জিগির তুললেন শীতলকুচির (Sitalkuchi) বিজেপি (BJP) বিধায়ক বরেনচন্দ্র বর্মণ (Baren Chandra Barman)। তাঁর অভিযোগ, স্বাধীনতার পর থেকে বঞ্চিত উত্তরবঙ্গ। সেই কারণেই এটা না কি উত্তরবঙ্গের মানুষের দাবি!
তবে, এই নিয়ে ভিন্ন সুর বিজেপি জেলা নেতৃত্বের। তাঁদের বক্তব্য, এটি বিধায়কের ব্যক্তিগত মত। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
একে বিজেপির দ্বিচারিতা বলে কটাক্ষ করেছে তৃণমূল। তাদের অভিযোগ, রাজ্যে অশান্তি বাধানোর চেষ্টা করছে বিজেপি। বঙ্গভঙ্গ নিয়ে যতই নিজেদের আলাদা রাখার চেষ্টা করুন না কেন বিজেপি শীর্ষ নেতৃত্ব, যেসব নেতা-নেত্রীরা বাংলা ভাগের ধুঁয়ো তুলছেন, তাঁদের বিরুদ্ধে কোনও কড়া বার্তা দেওয়া হচ্ছে না। এই কারণেই আরও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।