প্রয়াত শতায়ু দৌড়বিদ মন কৌর

0
1

প্রয়াত শতায়ু দৌড়বিদ মন কৌর( Man kaur)। শনিবার দুপুর ১ টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়ামহল।

গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন মন কৌর। মোহালির ডেরাবাসি আয়ুর্বেদিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তবে শনিবার সব যুদ্ধ শেষ করে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। ১৯১৬ সালের ১ মার্চ জন্ম নেওয়া কৌর “চন্ডীগড় এর মিরাকেল মম” নামে পরিচিত ছিলেন।

২০১৭ সালে অকল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মাস্টার্স গেমসে এ ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হন মন কৌর। তখন তাঁর বয়স ছিল ১০১ বছর। ভারত সরকারে তরফে ‘নারী শক্তি’ সম্মানও দেওয়া হয় তাঁকে।

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সে সেমিফাইনালে ব্রাজিল