কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ভারতের মহিলা হকি দল

0
4

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) পদকের দিকে আরও একধাপ এগোল ভারতের মহিলা হকি দল( india women’s hockey team)। এদিন দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে উড়িয়ে দিল তারা। এই জয়ের ফলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল ভারতীয় দল।

এদিন শুরু থেকেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে টিম ইন্ডিয়া। শুরুতেই বন্দনা কাতারিয়ার গোলে এগিয়ে যায় ভারত। ভারতের হয়ে হ‍্যাটট্রিক করেন বন্দনা। আর একটি গোল করেন নেহা গোয়েল। দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়াবার চেষ্টা করলেও লাভ হয়নি। তাদের হয়ে তিনটি গোল করেন ট্যারিন গ্লাসবাই, এরিন হান্টার ও ম্যারিজেন ম্যারেস।

যদিও কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন‍্য ভারতের নজর থাকবে পুল এ এর শেষ ম্যাচ ব্রিটেন বনাম আয়ারল্যান্ড ম‍্যাচের উপর। আয়ারল্যান্ড হারলে বা ম্যাচ ড্র হলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছবে ভারতের মহিলা হকি দল।

আরও পড়ুন:টার্মশিটের সঙ্গে মূল চুক্তিপত্রের কোনও পার্থক্যই নেই, বললেন পার্থসারথি সেনগুপ্ত