মহামারীর আতঙ্ক এখনও কাটেনি। দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করা গেলেও করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার প্রহর গুণছে দেশবাসী। এরমধ্যেই স্কুল খুলে দিল পাঞ্জাব সরকার। কোভিড বিধি নিষেধ মেনে আগামী ২ অগাস্ট থেকেই পঠনপাঠন চালু করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
সংক্রমণ খানিকটা কমলেও পাঞ্জাবে আগামী ১০ অগাস্ট কোভিড বিধিনিষেধ লাগু করা হয়েছে। তারই মধ্যে শনিবার রাজ্য সরকারের তরফে স্কুল চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুলে কোভিড সতর্কতা মেনেই পঠনপাঠন শুরু করা হবে।
সম্প্রতি ICMR একটি রিপোর্টে জানিয়েছে,কোভিডের বিরুদ্ধে শিশুদের প্রতিরোধ ক্ষমতা বেশি। তাই স্কুলের পঠনপাঠন বন্ধ রাখার প্রয়োজন নেই। তারপরই স্কুল খোলার সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার।
