টোকিও অলিম্পিক্সে মহিলাদের ডিসকাস থ্রো ফাইনালে কমলপ্রীত

0
1

টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympic) মহিলাদের ডিসকাস থ্রো ফাইনালে (Women Discus Final) পৌঁছলেন কমলপ্রীত কৌর (Kamalpreet Kaur)। ৬৪ মিটার দূরে ডিসকাস ছুঁড়ে দ্বিতীয় স্থান অর্জন করে, সরাসরি ফাইনালে জায়গা পাকা করে ফেললেন কমলপ্রীত। ২রা আগস্ট মহিলা ডিসকাস ফাইনাল।

যোগ্যতা অর্জন পর্বে প্রথম স্থান অর্জন করা মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যালারি অলমান থ্রো করেছেন ৬৬.৪২ মিটার । এদিন পরপর তিনটি থ্রোতেই নজর কাড়েন কমলপ্রীত। তবে তিনটি থ্রোতে নিজের সেরা রেকর্ডকে ছাপিয়ে যেতে পারেননি তিনি।

এদিন প্রথম সুযোগে তিনি থ্রো করেন ৬০.২৯ মিটার। দ্বিতীয় সুযোগে কমলপ্রীত থ্রো করেন ৬৩.৯৭ মিটার। তৃতীয় সুযোগে সব ভারতীয়র অলিম্পিক্স রেকর্ড ছাপিয়ে যান কমলপ্রীত। ৬৪ মিটার ডিসকাস থ্রো করে ফাইনালের টিকিট পাকা করে ফেলেন তিনি।

আরও পড়ুন:অলিম্পিক্সে ওপেনিং পর্বেই ছিটকে গেলেন বক্সার অমিত ফাংগাল