অলিম্পিক্সে ওপেনিং পর্বেই ছিটকে গেলেন বক্সার অমিত ফাংগাল

0
1

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) ওপেনিং পর্বেই ছিটকে গেলেন অমিত ফাংগাল( amit panghal)। এদিন তিনি হারলেন কলম্বিয়ার ইয়ুবেরজেন হের্নি মার্টিনেজের কাছে।

ম‍্যাচ হারলেও, শুরুটা ভালই করেছিলেন অমিত ফাংগাল। প্রথম রাউন্ডে একেরবারে নিজের সেরা পারফরম্যান্স দেন ভারতীয় বক্সার। কিন্তু তারপরই ম‍্যাচে দুরন্ত ক‍্যামব‍্যাক করেন মার্টিনেজ। পরপর দুই রাউন্ডে অমিত ফাংগালকে দাঁড়াতেই দেননি তিনি। যার ফলে প্রথম রাউন্ডেই ছিটকে যান অমিত।

আরও পড়ুন:পদক জয় হল না অতনুর, প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন তিনি

ম্যাচের পর পুরুষদের জাতীয় দলের কোচ সিএ কুট্টাপ্পা বলেন,” রাউন্ড ওয়ানের পর ক্লান্তি এসে গিয়েছিল অমিতের উপর। যার ফলে অমিত নিজের সেরাটা দিতে পারেননি। ”