‘মানসিক অবসাদ’এবং চোটের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্ট কালের জন‍্য সরে দাঁড়ালেন স্টোকস

0
4

‘মানসিক অবসাদ’ এবং আঙুলের চোটের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্ট কালের জন‍্য সরে দাঁড়ালেন বেন স্টোকস( ben stokes)। শুক্রবার রাতে এমনটাই জানাল ইংল‍্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড(ecb)। যার ফলে আসন্ন ভারতের বিরুদ্ধে ইংল‍্যান্ডের পাঁচ ম‍্যাচের টেস্ট সিরিজে পাওয়া যাবে না স্টোকসকে।

শুক্রবার রাতে ইসিবি একটি বিবৃতিতে বলেন,”ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস আপাতত খেলা থেকে অনির্দিষ্ট কালের জন্য বিরতি নিয়েছেন। স্টোকস নিজেকে মানসিকভাবে আরও সুস্থ করতে চাইছেন এবং নিজের আঙুলের চোট ঠিক করতে চাইছেন। যার ফলে তিনি ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড দলের সঙ্গে থাকতে পারবেন না।”

জানা গিয়েছে, বাবার মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি স্টোকস। গতবছর ডিসেম্বরে ব্রেন ক্যানসারে মৃত্যু হয় তাঁর বাবার। তবে শুধু পারিবারিক সমস্যা নয় চোটেও জেরবার তিনি।

স্টোকসের সরে দাঁড়ানোর ব্যাপারে ইসিবি-র পরচালক অ্যাশলে জাইলস বলেন, “ইসিবি স্টোকসের সিদ্ধান্তকে গ্রহন করেছে। প্রত্যেক মানুষের জীবনে এমন কঠিন সময় আসে। সবাই মানসিক সমস্যায় ভোগে। বেন স্টোকসও ব্যাতিক্রম নয়। তবে ওর কঠিন সময়ে আমরা সবাই স্টোকসের পাশে আছি। ও খুব লড়াকু মনের ক্রিকেটার। তাই আমাদের আশা ও খুব দ্রুত মাঠে ফিরে আসবে।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস