পদক জয় হল না অতনুর, প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন তিনি

0
1

পদক জয় হল না অতনু দাসের(Atanu Das)। শনিবার টোকিও অলিম্পিক্স ( Tokyo Olympics )থেকে বিদায় নিলেন তিনি। এদিন তিরন্দাজিতে প্রি-কোয়ার্টার ফাইনালে  জাপানের তাকাহারু ফুরুকাওয়ার কাছে হারলেন তিনি।

ম‍্যাচের প্রথম থেকেই পিছিয়ে যান বাংলার অতনু। প্রথম রাউন্ডে তিনবার ৯ পয়েন্ট পান ফুরুকাওয়া। প্রথম শটে ৯ মারলেও পরের দুটিতে ৮ করে পয়েন্ট পান ভারতীয় তিরন্দাজ। দ্বিতীয় রাউন্ডে শুরুতেই ১০ পয়েন্ট পান অতনু। এরপর দুবার ৯ পয়েন্ট করে পান তিনি। জবাবে শেষ চেষ্টায় ১০ পয়েন্ট তুলে নেন ফুরুকাওয়া। প্রথম দুটি শটে ৯ করে পয়েন্ট পান তিনি। ফলে এই রাউন্ডে সমান পয়েন্ট পান দুজনেই। তৃতীয় সেটে ক‍্যামব‍্যাক করেন অতনু। দুবার ১০ পয়েন্ট পেয়ে লড়াইয়ে ফিরে এলেও শেষ রাউন্ডে ২৬-২৭ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় বাংলার তিরন্দাজকে।

ম্যাচ হেরে অতনু বলেন, “অতিমারীর পর আমরা যখন শিবিরে যোগ দিয়েছিলাম, তখন একজন কোচ পেয়েছিলাম। তবে স্থায়ী ভিত্তিতে কোন জাতীয় কোচ বা মনোবিজ্ঞানী নেই। অবস্থার উন্নতি হচ্ছে ,কিন্তু সময় লাগছে। আমাদের শক্তিশালী এবং আরও ধৈর্যশীল হতে হবে।”

আরও পড়ুন:‘জাগো বাংলা’য় অজন্তার কলমে মমতা