ইকোপার্কের নতুন ওয়েব সাইট

0
4

হিডকো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার কয়েক ঘন্টার মধ্যেই কাজে নেমে পড়লেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। দায়িত্ব নিয়েই আজ, শুক্রবার হিডকো ভবনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করলেন ইকো পার্কের একটি নতুন ওয়েব সাইট www.ecoparknewtown.com।

নতুন এই ওয়েবসাইটে নিউটাউনের ও ইকো পার্কের সব তথ্য পাওয়া যাবে। এদিন হিডকোর নবনিযুক্ত চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, “রাজ্য সরকার কলকাতার কাছেই গ্রিন সিটি ও খেল সিটি তৈরি করবে। এছাড়া হিডকো ইতিমধ্যেই শান্তিনিকেতন নিউটাউনের বাইরে শান্তিনিকেতনে গীতবিতান নামে একটি উপনগরিও তৈরি করছে।”

আরও পড়ুন- পাক অধিকৃত কাশ্মীরে ইমরানের দলের জয় নিয়ে বিরোধিতা করল ভারত