সাম্প্রতিক পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন এবং সেই নির্বাচনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দলের জয়ের চরম নিন্দা ও বিরোধিতা করল ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এই নির্বাচনের বিরোধিতা করে বলেছেন, এই নির্বাচন পাকিস্তানের বেআইনি দখল লুকোনোর প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় (MEA Spokesperson Arindam Bagchi on Pakistan and China Foreign Ministers making references to J&K in their joint statement) ।
সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন হয়। নির্বাচনে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (tehreek e insaf, political party of imran Khan) জয়ী হয়। নির্বাচন চলাকালীন বেশ কয়েকটি হিংসাত্মক ঘটনায় ইমরানের দলের ২জন সমর্থকের মৃত্যু হয়। আহত হন পাঁচ পুলিশ কর্মী।
কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের এই নির্বাচন এবং জয়লাভকে মান্যতা দিতে রাজি নয় ভারত। কারণ পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের কোনও দাবি স্বীকার করেনা ভারত। (MEA Spokesperson Arindam Bagchi on regional elections in PoK) নির্বাচন প্রসঙ্গে অরিন্দম বাগচী বলেছেন , ভারতের জমি পাকিস্তান বেআইনি ভাবে দখল করে রেখেছে। এই জমিতে তাদের কোনও অধিকার নেই। বেআইনিভাবে যে ভারতীয় জমিগুলি তারা দখল করে রেখেছে, তা ফিরিয়ে দিতেই হবে। ভারতীয় জমিতে দাঁড়িয়ে এই তথাকথিত নির্বাচন ভারত মানে না। এই ঘটনা পাকিস্তানের বেআইনি দখল লুকোনো ও আড়াল করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। সাধারণ মানুষও এই নকল নির্বাচনের বিরেধিতা করেছে।” শুধু এই নির্বাচনের বিরোধিতা করাI নয়, ভারতীয় জমিতে চিন-পাকিস্তানের আর্থিক করিডর তৈরি করা নিয়েও বিরোধিতা করা হয় বিদেশমন্ত্রকের তরফে।