নিজের হার নিয়ে মুখ খুললেন মেরি, উঠল জার্সি বিতর্ক

0
1

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) নিজের হার নিয়ে এবার মুখ খুললেন মেরি কম( mary kom)। গতকালই ইংগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ২-৩ ব্যবধানে হেরে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন মেরি। এরপরেই বিচারকদের বিরুদ্ধে অন্যায্য সিদ্ধান্তের অভিযোগ তুললেন ভারতীয় বক্সার।

ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচের পর হাত তুলে উচ্ছ্বাস করতে থাকেন মেরি, ভেবেছিলেন তিনিই জিতেছেন। কিন্তু একটু পরেই ভুল ভাঙে তাঁর। বুঝতে পারেন প্রতিপক্ষের জয় ঘোষণা করা হয়েছে। আজ সকালে গতকালের ম‍্যাচ নিয়ে টুইটে নিজের ক্ষোভ উগরে দেন মেরি, তিনি লেখেন, গতকাল  ম্যাচ শুরুর আগে জার্সি চেঞ্জ করতে বলেন আয়োজকরা! বাধ্য হয়ে নীল রঙের জার্সি পরে নামেন তিনি। এ বিষয়ে আগে জানানোই হয়নি তাঁকে! কেন জার্সি পাল্টাতে বলা হল বুঝতে পারলাম না।”

সব মিলিয়ে গোটা ঘটনায় পুরোটাই অবাক মেরি কম।

আরও পড়ুন:আবারও করোনার হানা ভারতীয় দলে, আক্রান্ত যুজবেন্দ্র চ‍্যাহাল এবং কৃষ্ণাপ্পা গৌথম