বিহারের কাটিহারে গুলি করে হত্যা করা হল মেয়রকে, তদন্তের দাবিতে সরব চিরাগ

0
1

প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হলো মেয়রকে(mayur)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে প্রতিবেশী রাজ্য বিহারের(Bihar) কাটিহারে(katihar)। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম শিবরাজ পাসোয়ান(shivraj paswan)। কাটিহার পুরসভার মেয়র ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পঞ্চায়েতে বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন শিবরাজ। তখনই কাটিহার সন্তোষীচক রেল গেটের কাছে বাইকে করে আসা দুই আততায়ী শিবরাজকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেয়রকে যদিও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, দুষ্কৃতীরা শিবরাজের বুক লক্ষ্য করে তিনটি গুলি চালায়।

আরও পড়ুন:উল্টোডাঙার ক্যানেল ইস্ট রোডের গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

এদিকে স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীরা কোনভাবেই ছাড়া পাবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়েছেন এলজেপি সংসদ চিরাগ পাসোয়ান। তিনি দাবি জানিয়েছেন, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার জন্য।