আগামী ৫ আগস্ট উপত্যকার মন্দিরগুলিতে নাশকতা ঘটাতে পারে পাক – জঙ্গিরা’

0
2

আগামী ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বেশ কয়েকটি মন্দিরে নাশকতা (plan of terrorist attack) ঘটাতে পারে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী (terrorist) গুলি। গোপন সূত্রে সেনাবাহিনীর (Indian army) কাছে নাকি এমন খবর এসেছে।

৫ আগস্ট দিনটিকে জঙ্গিরা টার্গেট করেছে কারণ ওইদিনই জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা অবলুপ্তির দ্বিতীয় বর্ষপূর্তি হবে। এছাড়া স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ আগস্ট (15 August independence day of India) এর দিনেও ভয়াবহ নাশকতার ছক কষেছে জঙ্গিরা। তবে ঠিক কীভাবে তারা নাশকতা ঘটাবে তা এখনো স্পষ্ট নয় সেনাবাহিনীর কাছে। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তারক্ষী বাহিনীর এক সদস্য জানিয়েছেন ধারাবাহিক বিস্ফোরণ হতে পারে।

 

জানা গিয়েছে, এবার জম্মুর মন্দিরগুলিকেই নিশানা করেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। গোপন সূত্রে এই খবর আসতেই গোটা উপত্যকা জুড়ে জারি করা হয়েছে কড়া সতর্কতা। জানা গিয়েছে, জয়শ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈবা এই দুই জঙ্গি সংগঠনই বড়সড় নাশকতার ছক কষেছে।

সেনাবাহিনী সূত্রে খবর, সম্প্রতি ঘনঘন সীমান্ত পার হয়ে এসে ড্রোনের নজরদারি এবং তিনবার ড্রোনের মাধ্যমে আইইডি বিস্ফোরক পাঠানোর ঘটনা এই ইঙ্গিতই দিচ্ছে। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি জম্মু-কাশ্মীরের মন্দিরে বা তার আশেপাশের জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে, সম্প্রতি এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর এক আধিকারিক।

 

ওই আধিকারিক এও জানিয়েছেন যে, অতি সম্প্রতি তিনবার পাক জঙ্গি হানার ছক বানচাল হয়েছে। বিগত কয়েক বছর ধরেই ড্রোনের মাধ্যমে অস্ত্র ও বিস্ফোরক পাঠানো হচ্ছে সীমান্তের ওপার থেকে। এ বারও ড্রোনের মাধ্যমেই আইইডি পাঠানো ও হামলা চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু নিরাপত্তা বাহিনীর শেষ মুহূর্তে তৎপরতা ও চেষ্টায় তা বানচাল হয়ে যায়।