আগামিকাল থেকেই খুলে যাচ্ছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। এমনকি কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ঢুকে দেওয়া যাবে পুজোও। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, একসঙ্গে ১০ জন পুণ্যার্থী গর্ভগৃহে ঢুকতে পারবেন। ফুল-মিষ্টি নিয়ে দেওয়া যাবে পুজো।মন্দির সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে। তারপর আবার বিকেল ৪টে থেকে ৭টা পর্যন্ত খোলা থাকবে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে রুখতে মন্দির বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর মন্দির খুললেও গর্ভগৃহে ঢোকার অনুমতি ছিল না। এমনকি মন্দিরে ফুল ও মিষ্টি দেওয়াও নিষিদ্ধ ছিল। কিন্তু ১ জুলাই খুলে দেওয়া হয় কালীঘাট মন্দির। তবে তখনও গর্ভগৃহে ঢোকার অনুমতি ছিল না। এছাড়াও মন্দিরে ফুল ও মিষ্টি দেওয়া নিষিদ্ধ ছিল। করোনা পরিস্থিতিতে মন্দিরের অন্দরে দর্শনার্থীরা অবাধ প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। তাছাড়া একসঙ্গে ১০ জনের বেশি মানুষ মন্দিরে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। নতুন নিয়মে দর্শনার্থীদের দু নম্বর গেট দিয়ে ঢোকার ও চার নম্বর গেট দিয়ে বেরনোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এবার থেকে মন্দিরের গর্ভগৃহও খুলে দেওয়ার কথা ঘোষণা করল মন্দির কর্তৃপক্ষ।
