অলিম্পিক্সে আশা জাগিয়েও ব‍্যর্থ দীপিকা কুমারী,কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন তিনি

0
1

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympi) আশা জাগিয়েও ব‍্যর্থ দীপিকা কুমারী( deepika kumari)। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ভারতের এই মহিলা তিরন্দাজ। এদিন দক্ষিণ কোরিয়ার তীরন্দাজ আন সানের কাছে পরাস্ত হন তিনি। কোয়ার্টার ফাইনালে আন সানের সামনে দাঁড়াতেই পারলেন না বিশ্বের এক নম্বর তীরন্দাজ।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে প্রথম সেটেই চমক দেখিয়েছেন আন সান। পারফেক্ট ৩০ মেরে চাপে ফেলে দিয়েছিলেন দীপিকা কুমারীকে। কিন্তু পরের দুই সেটে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েও হাতছাড়া করেন ভারতীয় তীরন্দাজ। বেশ কিছুটা সময় নিয়েও ৭-৮ পয়েন্টার মারেন দীপিকা। আন সান দ্বিতীয় ও তৃতীয় সেটে সেরকম পয়েন্ট না পেলেও, সেই সুযোগই নিতেই পারেননি দীপিকা। শেষ অবধি ২৭-৩০, ২৪-২৬, ২৪-২৬ ফলে ৬-০ ব্যবধানে হারলেন বিশ্বের এক নম্বর তীরন্দাজ দীপিকা কুমারী।

আরও পড়ুন:ভারতের দ্বিতীয় পদক, কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় দিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা