লিখেছিলেন, ‘কোনও রাজনৈতিক পোস্ট নয়’। কিন্তু বাবুল সুপ্রিয়র ‘অরাজনৈতিক’ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা।
কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই বাবুল সুপ্রিয়র রাজনৈতিক অবস্থান নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। এবার BJP সাংসদের একটি ফেসবুক পোস্টকে ঘিরে নতুন করে তুঙ্গে জল্পনা।
নিজের ফেসবুকে একটি গান পোস্ট করে তিনি লিখেছেন :-
প্রথমেই বলি যে এটি কোনো রাজনৈতিক পোস্ট নয় !!
আমি লিখতে ভালোবাসি আর আপনারাই আজ আমাকে, অর্থাৎ ‘গায়ক বাবুল-‘কে এটি লিখতে অনুপ্রাণিত করছেন |
বেশ কিছুদিন ধরেই আমি অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করছি যে আমার গান নিয়ে কোনো পোস্ট করলেই আপনারা অকুন্ঠ ভালোবাসা প্রকাশ করছেন | গুটি কয়েক নেগেটিভ কম্মেন্ট বাদ দিলে, বাকি সবই অত্যন্ত সুন্দর সব লেখা |
BIG THANK YOU ❤️❤️
কখনো আনমনে বসে যখন ভাবছি তখন কোথাও যেন মনে হচ্ছে কমেন্টগুলি ‘দলমত নির্বিষেশে’ গায়ক বাবুলকে লেখা | কিছু নাম চিনতে পারছি যারা হয়তো অন্য সময়ে আমার রাজনৈতিক পোস্টগুলোতে আমাকে তীব্র আক্রমণ করেন বা কটু ভাষা লেখেন কিন্তু এখন সম্পর্ণ অন্যরকম লাগছে সেই একই মানুষগুলোর লেখা | বলছেন রাজনীতি ছেড়ে দিতে !!
কথা গুলো গভীরভাবে ভাবাচ্ছে আমাকে | রাজনীতিতে কিছু পাওয়ার আশায় বা ‘পাওয়ার’-এর আশায় তো আসিনি | তাহলে 2014 তে তখন অজানা-অচেনা ‘আসানসোল’-এ লড়লাম কেন? জিতেছি – মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী করেছেন, 2019-এ আবার জিতেছি, উনি আবার মন্ত্রী করেছেন | আজ মন্ত্রী নেই বলে ছেড়ে চলে যাওয়াটা কি ঠিক হবে?? জীবনে অনেক হার দেখেছি কিন্তু মনটাকে কখনো হারতে দিইনি – হার মানতে শেখায়নি !!
কঠিন সময়েও মুখে হাসি রেখেছি – হাল ছাড়িনি কখনো |
হ্যাঁ, এটা ঠিক যে 2018 সালে নানাকারণে completely disillusioned ও বীতশ্রদ্ধ হয়ে মন্ত্রী থাকাকালীন পদত্যাগ করেছিলাম – দল অত্যন্ত ভালোবাসার সঙ্গে তা প্রত্যাখ্যান করেছিল | সেই সময়ে নতুন করে অনুপ্রেরণা জোগানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অমিত শাহ-জির-কাছে আমি কৃতজ্ঞ || গান আর রাজনীতি আমার দুটো সত্তা, দুটোতেই কখনো ভালো – কখনো খারাপ ফল হবে |
এটাই তো জীবনের নিয়ম !!
কিন্তু আজ নতুন করে আপনারাই কিন্তু আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছেন | আমাদের ভালোবাসাকেই পাথেয় করে রাজনীতির ‘কিস্যু’ না জানা বাবুল রাজনীতিতে এসেছিলো – আপনারাই জিতিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন – আমি আমাদের মোদীজির দেখানো পথে, ওনার নির্দেশমতো কাজ করার চেষ্টা করে গেছি | খানিকটা পেরেছি, খানিকটা পারিনি কিন্তু আপনাদের টাকায় আপনাদের কাজ করেছি | এইটুকুই পাওনা যে আজও সাদা জামা পড়তে কণামাত্র ভয় করেনা !
কিন্তু আপনারা যা লিখছেন তার মর্মার্থ আমার মনে প্রাণে প্রশ্ন জাগাচ্ছে ! আপনাদের ভালোবাসাকে পাথেয় করে আপনাদেরই মধ্যে দিতে হেঁটে যেতে যেতে কোথাও আপনাদের থেকে, ‘আমার আমি’ থেকে দূরে চলে যাচ্ছি না তো? তা না হলে বার বার আপনারা ফিরে আসতে বলছেন কেন?? ??
PS: নায়ক ছবিটা আমি অন্তত 40 বার দেখেছি ! প্রতিবারই নতুন কিছু আবিষ্কার করেছি | দুটো ভিডিও একসাথে পোস্ট করা যায়না তাই নায়কের যে Scene-টার কথা মনে আসছে, তার সাথে আমার গাওয়া একটি রবীন্দ্রসংগীত একসাথে জুড়ে পোস্ট করছি |
ধরুন, আপনি আমার একজন বন্ধু – আপনার সাথে মনের ইশান কোণের একটা অনুভূতি শেয়ার করলাম | তারপর পাশে বসতে বলে আপনাকে একটা গান শোনালাম ?
তবে, আবার বলি, এটি কিন্তু কোনো রাজনৈতিক পোস্ট নয় তাই এটুকু মনে রেখে যদি কমেন্ট করেন তাহলে খুব কৃতজ্ঞ ও বাধিত হবো?
বিজেপি সাংসদের এই পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়। তাহলে কি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিতে চান বাবুল সুপ্রিয়? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
এরপর আরও একটি ফেসবুক পোস্ট করেন তিনি। সেখানে তিনি লেখেন:-
Good Morning,
At the outset, in regard to my post yesterday, Thank you so much for all the genuine affection showered.. in fact can’t thank you enough !! ?❤️?
প্রচুর কমেন্ট পড়লাম.. নিজে যখন কিছু লিখি, নিজের তাগিদেই যতগুলো পারি কম্মেন্ট পড়ি ! In fact in most cases, সব কয়েকটাই পড়ি ! কে কি ভাবছেন বা লিখেছেন, পজিটিভ আর নেগেটিভ যাই হোক না কেন, সেটাই যদি জানার চেষ্টা করলাম তাহলে তাহলে আর লিখে লাভ কি? ? আপনাদের মধ্যে অনেকেই আমার জন্য আপনাদের কতটা সময় ব্যয় করে সুদীর্ঘ কমেন্ট লিখেছেন | তাতে ভালো খারাপ প্রশংসা, কড়া সমালোচনা, সবই আছে – সবটাই মন থেকে গ্রহন করলাম ! ❤️?
কিন্তু ‘সবাইকে’ খুশী করার রাজনীতি তো করিনি | Possible নয়, চেষ্টাও করিনি | তাই কিছু মানুষ নিশ্চয়ই আছেন যাদের সঙ্গে হয়তো ভালো ব্যবহার করতে পারিনি, ভালো হতে পারিনি বা বকাবকি করেছি, রাগ চেঁচামিচি করেছি, তাঁরাও লিখেছে – আসানসোল থেকে কয়েকজন চেনা মুখও লিখেছে | বুঝেছি তাদের মধ্যে কেউ কেউ আমার রাগ/বকা বা কোনো ভুল ‘মনে’করে’ মনে রেখেছে ? কিন্তু তাদেরই সঙ্গে ঘরে বসে simple ‘চা-শিঙাড়া-মুড়ির’ আড্ডা মেরেছি বা কাদা মাঠে ফুটবলও খেলেছি সেটা মনে রাখেনি | সেটাও গ্রহণ করলাম – কোনো অনুযোগ / অভিযোগ নেই ? Locked Profile থেকে কিছু disgruntled মানুষ লিখছে – নেগেটিভ, অসত্য সব অভিযোগ.. তারা জানে না
ফুটবল মাঠে (লড়াইতে) সাত বছরে দু-তিনবার লাল কার্ড দেখলে কেউ খারাপ প্লেয়ার হয়ে যায়না | তার নিন্দা হয়, সমালোচনা হয়, suspension হয় এবং ভুল থেকে শিক্ষা নিয়ে, flak-গুলো accept করেই suspension-এর পরের ম্যাচগুলোতে আবার খেলতে হয় | আজ আমার রাজনীতিতে সাত বছর হয়ে গেলো – কিন্তু একদিন তো একদমই আনকোরা নতুন ছিলাম | কত ভুল করেছি ? That’s okay – it was important for me to move on
& life to go on |
তবে আপনাদের বেশিরভাগ লেখাই আমাকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে, আলোকিত করেছে | আপনাদের সবাইকে আমার অন্তরের কৃতজ্ঞতা ও ভালোবাসা জানালাম
??❤️
বেশ কয়েকটা কমেন্ট পড়ে ব্যক্তিগতভাবে জবাব দেওয়ার ভীষণ তাগিদ অনুভব করেছি – দিতে পারলে খুব ভালো লাগতো কিন্তু সেগুলিরও ‘আবার’ বিভিন্ন রকম ব্যাখ্যা হবে ? তাই….
নিজগুনে ক্ষমা করবেন ??
এটুকুই বলার ছিল – বললাম
তবে শেষে দুটি কথা না বললে একটু ‘কিছু যেন’ বাকি থেকে যাবে ? তাই বলছি |
১. ছোট থেকেই কেউ আমাকে বুদ্ধিমান বা intelligent বললে ভালো লাগতো (obviously) কিন্তু চালু, cunning বা ধূর্ত বললে খুব খারাপ লাগতো – আজও লাগে | But then everyone is entitled to their opinion – তার সাথে আমি একমত না হলে, সেই ‘বেশিরভাগ’ locked profile-এর কমেন্ট/ভাষা কে স্বযত্নে ‘ignore’ করার চারিত্রিক দৃঢ়তা আমার আছে – so no hard feelings ?
২. আমি আর যাই হই না কেন, opportunist, disloyal বা back-stabber নই | নিজের নিজের মতো করে এটাও বুঝে নিন – আর কিছু বলছি না |
ভালো থাকবেন
Your’s Truly
Babul Supriyo
তবে কেন এই মন্তব্য করছেন বাবুল সুপ্রিয় এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না তিনি। রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রীয় মন্ত্রিত্ব হারিয়ে রাজনীতি থেকে ক্রমশ দূরে সরে যেতে চাইছেন বাবুল। মোটের উপর এই ‘অরাজনৈতিক’ পোস্টে ‘রাজনীতি’-র আঙিনায় তৈরি হয়েছে নতুন জল্পনা।
আরও পড়ুন- কাউন্টারে ভিড় কমাতে নয়া প্রযুক্তি, গেটে কিউআর কোড স্ক্যানার বসাচ্ছে মেট্রো