আগের নিয়ম-বিধি জারি রেখেই রাজ্যে ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ল বিধিনিষেধ। তবে, নবান্ন (Nabanna) থেকে জারি করা নির্দেশিকায় জোর দেওয়া হয়েছে রাতের কড়াকড়ির উপর। কারণ ইদানিং প্রশাসনের নজরে পড়ছে, নিয়মকে তোয়াক্কা না করে রাতের দিকে পার্টি, হুল্লোড়, বেড়ানোর প্রবণতা বেড়ে যাচ্ছে। সেদিকে পুলিশ-প্রশাসনকে কড়া নজর দিতে আগেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi)। এবার সেই নির্দেশেই আরও জোর দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। সংক্রমণ রুখতে রাজ্যে জারি থাকা কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়াল নবান্ন। আগের নির্দেশ অনুযায়ী, বিধি-নিষেধের মেয়াদ ছিল ৩১ জুলাই পর্যন্ত। তা ১৫ অগাস্ট পর্যন্ত থাকবে বলে বৃহস্পতিবার নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে। নৈশকালীন কড়াকড়ি কঠোরভাবে জারি থাকছে।
একনজরে দেখে নেওয়া যাক কী আছে নির্দেশিকায়
• বাজার, দোকান, সরকারি বেসরকারি অফিস খোলার নিয়ম অপরিবর্তিত থাকছে।
• রাত ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া যে কোনও ব্যক্তি বা যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
• লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।
• শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলবে।
• মেট্রো চলাচলের ক্ষেত্রে একই নিয়ম লাগু থাকছে।
• স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
• সিনেমা হল, বিনোদন পার্ক বন্ধ থাকবে।
• কোনও প্রেক্ষাগৃহ বা ঘেরা জায়গায় মোট আসনের ৫০ শতাংশ লোক নিয়ে সরকারি অনুষ্ঠানের আয়োজন করার অনুমতি দেওয়া হয়েছে।
• দূরত্ব বিধি মেনে চলা, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক।
• আইনভঙ্গকারীদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে কঠোর ব্যবস্থা।