মদন মিত্র (Madan Mitra) মানেই একটু অন্য কিছু। মদন মিত্র মানেই অভিনবত্ব। তা সে রাজনৈতিক কর্মকাণ্ড হোক, ভোটের প্রচার, পুজো কিংবা প্রতিবাদ। এবার সেই পথে হেঁটেই ফের শহরের বুকে অভিনব প্রতিবাদে সামিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল (TMC( নেতা মদন মিত্র।
পেগাসাস (Pegasus) কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব বিরোধীরা। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার দক্ষিণ কলকাতায় অভিনব প্রতিবাদ দেখালেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। চোখে কালো কাপড় বেঁধে, কালো পোশাকে, কালো ঘোড়া নিয়ে প্রতিবাদ করলেন তিনি। এই প্রতিবাদ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন তিনি।
এদিন ভবানীপুর থেকে ২ কিলোমিটার পথজুড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন মদন। একটি কালো ঘোড়ার পিঠে ডানা লাগিয়ে, তার গলায় ঝুলিয়ে দেওয়া হয় পেগাসাস প্ল্যাকার্ড। চোখে কালো কাপড় বেঁধে, কখনও হেঁটে-কখনও ঘোড়ার পিঠে চেপে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মদন মিত্র।
তাঁর কথায়, “ফোনে আড়ি পাতছে বিজেপি। সত্য প্রকাশ্যে আনতে তদন্ত কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। করোনা এবং পেগাসাসের বিষ ছড়াচ্ছে বিজেপি।” পেগাসাস কাণ্ডে প্রথম কোনও রাজ্য হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গে গঠিত হয়েছে তদন্ত কমিটি। এবার এই কাণ্ডে মদন মিত্রের নেতৃত্বে এক অভিনব প্রতিবাদ দেখল বৃষ্টিস্নাত কলকাতা।