মিলন সিংকে  সই করাল মহামেডান স্পোর্টিং

0
1

মিলন সিংকে ( milan singh) সই করাল মহামেডান স্পোর্টিং ক্লাব( mohammedan sporting club)। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানাল সাদা-কালো ব্রিগেড। গত আইএসএলে ( isl) এসসি ইস্টবেঙ্গলের( sc east bengal) হয়ে খেলেছিলেন মিলন। তবে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রি এজেন্ট হয়েই ছিলেন তিনি।

ভারতীয় ফুটবলে অত্যন্ত অভিজ্ঞ মিলন সিং। আইলিগ ও আইএসএলের ম‍্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মিলনের।  ক্লাব কেরিয়ারে মোট ১৪ টি গোল করেছেন তিনি। এসসি ইস্টবেঙ্গল ছাড়াও আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড, মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স ও দিল্লি ডায়নামোসে খেলেছেন মিলন। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডারেই খেলে থাকেন তিনি।

ইতিমধ্যেই নতুন কোচের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করে দিয়েছে মহামেডান স্পোর্টিং। কলকাতা লিগ, ডুরান্ড কাপ ও আইলিগে নিজেদের মেলে ধরতে মরিয়া সাদা-কালো ব্রিগেড।

আরও পড়ুন:আশাভঙ্গ ভারতের , প্রি-কোয়ার্টার ফাইনালে হার মেরি কমের