ডাক্তারি পড়ার ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির জন্য বড় ঘোষণা করল কেন্দ্র। এবার থেকে ২৭ শতাংশ আসন অনগ্রসর শ্রেণির(OBC) জন্য সংরক্ষণ করা হবে বলে জানাল নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, ১০ শতাংশ আসন সংরক্ষণ করা হবে আর্থিকভাবে পিছিয়ে পরা পড়ুয়াদের জন্য। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম লাগু হবে বলে জানান প্রশানমন্ত্রী।
শুধুমাত্র এমবিবিএস, এমডি বা বিডিএস কোর্সের ক্ষেত্রেই নয়, একাধিক স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের ক্ষেত্রে এই সুযোগ থাকবে বলে জানান নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার জাতীয় শিক্ষানীতির বর্ষপূর্তিতে এই সংরক্ষণের কথা জানিয়ে একটি টুইট করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘বর্তমান শিক্ষাবর্ষ থেকেই অনগ্রসর শ্রেণির জন্য ২৭ শতাংশ সংরক্ষণ ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত দেশের যুব সমাজের হাজার হাজার প্রতিনিধিকে সাহস জোগাবে। সামাজিক ন্যায়ের এক সামগ্রিক চিত্র তুলে ধরবে জগতের সামনে।’
সরকারি সূত্রের দাবি, কেন্দ্রের এই সিদ্ধান্তে এমবিবিএসের ক্ষেত্রে প্রায় এক হাজার ৫০০ অনগ্রসর শ্রেণির(OBC) পড়ুয়া ও স্নাতকোত্তর স্তরের দু’হাজার ৫০০ অনগ্রসর শ্রেণিভুক্ত পড়ুয়া এর ফলে লাভবান হবেন। এছাড়াও আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু পড়ুয়া এতে লাভবান হবেন।
