বিধিনিষেধে আরও ছাড়, ৫০% দর্শক নিয়ে খোলা যাবে সিনেমা হল: নির্দেশ জারি নবান্নের

0
1

অবশেষে রাজ্যে খুলছে সিনেমা হল। করোনা বিধিনিষেধের মধ্যেও রাজ্যে সিনেমা হল খোলার অনুমতি দিল নবান্ন। ৩১ জুলাই থেকে খুলছে সিনেমা হল। তবে ৫০ শতাংশ আসন থাকতে পারবে দর্শক। পুরো হলে এখনও ভর্তির অনুমতি মিলছে না।

করোনার জন্য রাজ্যে দীর্ঘদিন বন্ধ সিনেমা হলগুলি। রাজ্যে লকডাউন ধীরে ধীরে শিথিল করা হলেও সিনেমা হল খোলার ছাড়পত্র দেয়নি রাজ্য সরকার। তবে এবার সিনেপ্রেমীদের জন্য সুখবর। ৩১ জুলাই থেকে খুলে যাবে সিনেমা হলগুলি। তবে করোনা সংক্রমণের জন্য কেবলমাত্র ৫০ শতাংশ দর্শক নিয়েই খুলতে পারবে সিনেমা হলগুলি।

রাজ্যে করোনা রোধে বিধি নিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে ১৫ অগাস্ট পর্যন্ত৷ এখনও রাত ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বহাল থাকছে বেশি কড়াকড়ি। যাতে এই আইন কোনওভাবেই ভঙ্গ না হয়, সেদিকে বিশেষ নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। যদি কেউ এই বিধিনিষেধ ভঙ্গ করে সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা আইনে তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ। লোকাল ট্রেন চালু করার কথা এ বারও জানায়নি রাজ্য।

আরও পড়ুন- সব মাধ্যমিক পাশ পড়ুয়াকে একাদশে ভর্তি নিতে আসন সংখ্যা বাড়ল স্কুলে