দলীয় কর্মীদের আত্মবিশ্বাস জোগাতে সোমবার আগরতলা যাচ্ছেন অভিষেক

0
2

আগামীকাল নয়, সোমবার ত্রিপুরা যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু হঠাৎ করে কেন ত্রিপুরা যাওয়া পিছিয়ে দিলেন অভিষেক? তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শনি ও রবিবার ত্রিপুরায় কঠোর বিধি-নিষেধ জারি থাকবে। অন্যদিকে , ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের তরফেও চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ রয়েছে। সব দিক বিবেচনা করেই শুক্রবার নয়, বরং সোমবার ত্রিপুরা যাবেন অভিষেক।
তৃণমূল সূত্রে খবর, ত্রিপুরা নেমেই প্রথমে তিনি পুজো দেবেন ত্রিপুরেশ্বরি মন্দিরে। তারপর দলীয় নেতাদের নিয়ে বসবেন সাংগঠনিক বৈঠকে। আর অভিষেকের ত্রিপুরা সফর পর্যন্ত ব্রাত্য বসু, ডেরেক ও ব্রায়েনরা সেখানেই থাকবেন।

বাংলায় বিজেপিকে রুখে দেওয়ার পর এবার ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস।আগরতলায় আই প্যাক কর্মীদের গৃহবন্দি করে রাখা নিয়ে  দিল্লিতেও সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

ত্রিপুরায় সরাসরি বিজেপি-র বিরুদ্ধে সম্মুখ সমরে নেমেছে  তৃণমূল। সে জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যাচ্ছেন দলনেত্রীর নির্দেশে। প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের ২৩ জন কর্মীকে আগরতলার হোটেলে ‘বন্দি’ করে রাখার অভিযোগ বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে।  আজ বৃহস্পতিবার আগাম জামিন পেয়েছেন ২৩ জনই। তাঁদের ফেরাতে সোমবার  স্বয়ং অভিষেক আগরতলা যাচ্ছেন ।

আজই আগরতলা পৌঁছন ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দোপাধ্যায়। আইপ্যাকের প্রতিনিধিদের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে । তারপরেও তাদের বিরুদ্ধে কোভিড বিধি ভাঙার অভিযোগ এনেছে পূর্ব আগরতলা থানার পুলিশ ।
ত্রিপুরায় ২০২৩ সালে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের হয়ে সমীক্ষা করতে আগরতলায় যায় আই প্যাকের এই দল। অভিযোগ করোনা বিধিনিষেধের অজুহাতে তাদের আগরতলার হোটেল থেকে বেরোতে দিচ্ছে না পুলিশ। সোমবারই বিষয়টি নিয়ে সরব হয় ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। এর পরই বিষয়টি নিয়ে রাজনৈতিক ভাবে প্রতিবাদে নামার সিদ্ধান্ত নেয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। অভিষেক নিজে ট্যুইট করে অভিযোগ করেন, তৃণমূলকে ভয় পেয়েই আইপ্যাকের কর্মীদের হেনস্থা করছে বিপ্লব দেব সরকারের পুলিশ। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আই প্যাক কর্মীদের হেনস্থার প্রতিবাদ করার পাশাপাশি স্থানীয় তৃণমূল কর্মীদের উদ্বুদ্ধ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।