মোহনবাগান দিবসে নজরকাড়া আস্ত নৌকোর পালে ১০০ ফুটের বিশাল পতাকা!

0
1

আজ মোহনবাগান দিবস। সবুজ মেরুন পতাকায় সেজে উঠেছে ভিআইপি রোড। আস্ত নৌকো। নৌকোর পালে ১০০ ফুটের বিশাল পতাকা। প্রিয় ফুটবল দলের জার্সি পরে সমর্থকরা বৃষ্টির মধ্যেও প্রিয় দলের জন্য রাস্তায় । সঙ্গে ১০কেজির ফুটবল কেক ও সবুজ মেরুন মিষ্টি। ঘটিদের চিংড়ির লড়াই।

বাগুইহাটি মেরিনার্স আয়োজিত মোহনবাগান দিবসের ‘খেলা হবে’ স্লোগানে বর্ণাঢ্য উদযাপনে মিলিত হয়েছেন অদিতি মুন্সি , তাপস চ্যাটার্জি , এলাকার ওয়ার্ড কো অডিনেটর এবং মোহনবাগানী ফুটবলাররা। বিতরণ করা হয়েছে ফুটবল।
মোহনবাগানের জনপ্রিয়তা আজও অম্লান ।