ফোনে আড়িপাতা নিয়ে আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী । পেগাসাস কাণ্ডের পর রাজ্যের বনমন্ত্রী আর ভরসা রাখতে পারলেন না অত্যাধুনিক প্রযুক্তির ওপর। শেষপর্যন্ত স্মার্টফোন ত্যাগ করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এত দিন নয় নয় করে ৫টি স্মার্ট ফোন ব্যবহার করতেন তিনি। সবক’টিই ত্যাগ করেছেন জ্যোতিপ্রিয়। ফিরে গিয়েছেন পুরনো বোতাম টেপা ফোনে।
তিনি জানিয়েছেন , আর হোয়াটসঅ্যাপ মেসেজ নয়, চিঠির মাধ্যমেই তথ্য আদান-প্রদান করবেন। তিনি বলেন, চারিদিক থেকে আতঙ্ক গ্রাস করছে। দলনেত্রী নিজের ফোনের ক্যামেরার উপর লিউকোপ্লাস্ট লাগিয়ে রেখেছেন। তাতেই বুঝলাম সবচেয়ে নিরাপদ হচ্ছে বোতাম টেপা ফোন। তাই স্মার্টফোন ছাড়লাম।
শুধু কী তিনি নিজে? নিজের দফতরের আধিকারিক এবং কর্মীদেরও স্মার্টফোনের ব্যবহার কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন জ্যোতিপ্রিয়। হাতে চিঠি লেখার অভ্যাস রপ্ত করতে নির্দেশ দিয়েছেন সকলকে।
গত ২২ জুলাই মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যত আধুনিক ফোন তত বেশি বিপদ। তাই সাবধান হতে হবে সকলকে। যা কথা বলার সামনাসামনি বলতে হবে। এর পরেই জ্যোতিপ্রিয় স্মার্টফোন ত্যাগ করার সিদ্ধান্ত নেন।
মন্ত্রীর কটাক্ষ, এই হল আসল ডিজিটাল ইন্ডিয়ার ছবি!






































































































































