সাম্বা ম‍্যাজিক টোকিও অলিম্পিক্সে, সৌদি আরবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

0
1

টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics )জয়ের ধারা অব‍্যাহত ব্রাজিলের( brazil)। বুধবার অলিম্পিক্সে ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সাম্বার দেশ। এদিন গ্রুপের তৃতীয় ম্যাচে সৌদি আরবকে ৩-১ গোলে হারাল ড‍্যানি অ‍্যালভেসরা। ম‍্যাচে জোড়া গোল রিচার্লিসনের।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে ব্রাজিল। ম‍্যাচের ১৩ মিনিটে গোল করে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দেন ম‍্যাথিউস কুনহা। এরপর গোল করে সৌদি আরবের হয়ে সমতা ফেরান আবদুলেল্লা আলামরির। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে শেষের দিকে যেন আরও আক্রমণাত্মক খেলতে শুরু ব্রাজিল। ম‍্যাচের ৭৬ মিনিটে গোল করে ব্রাজিলকে ২-১ গোলে এগিয়ে দেন রিচার্লিসন।এরপর ম‍্যাচের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় এবং ব্রাজিলের তৃতীয় গোলটি করেন রিচার্লিসন।

আরও পড়ুন:স্পেনের কাছে আটকে অলিম্পিক্স থেকে বিদায় নিল আর্জেন্তিনা