১৮১, সাউথ অ্যাভিনিউ। মুকুল রায়ের ঠিকানা। তাঁর সাংসদ পদের মেয়াদ ফুরিয়েছে আগেই। সেই সময় তখন বিজেপিতে ছিলেন। তাই নিয়মমত বাড়ি রাখতে বর্তমান কোনো সাংসদের সুপারিশ দরকার হত। বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্তর নামে বাড়িটি নেওয়া ছিল। সেইমতই চলে আসছিল। বাড়ির সামনে ছিল মোদি, শাহের ছবি দেওয়া হোর্ডিং। 
সম্প্রতি মুকুল বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার কথা বললে স্বপনবাবু বাড়ি ছেড়ে দেওয়ার নোটিস দেন। সূত্রের খবর, এবার ওই বাড়িটিতেই মুকুলকে রাখার সুপারিশ করছেন তৃণমূল সাংসদ দোলা সেন। ফলে মুকুল রায়কে আপাতত বাড়িটি ছাড়তে হচ্ছে না। সেখানে এখন মমতা-অভিষেকের ছবি দেওয়া তৃণমূলের সাইনবোর্ড।




 

 
 
 
 
 































































































































