এএফসি কাপের ( Afc cup)প্রস্তুতি শুরু করে দিল এটিকে মোহনবাগান( atk mohunbagan)। মঙ্গলবার সন্ধ্যায় হাবাসের( habas) তত্ত্বাবধানে যুবভারতীর অনুশীলন কেন্দ্রে প্রায় দেড় ঘন্টা অনুশীলন সারলেন প্রীতম কোটাল, সুভাশিস বোস, জনি কাউকোরা। মূলত শারীরিক সক্ষমতার উপরেই জোর দেওয়া হয়েছিল এই অনুশীলনে।

হুগো বৌমাস শহরে এসে পড়লেও, ক্লান্তির কারণে মঙ্গলবার বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। বুধবার থেকে অনুশীলনে নেমে পড়বেন বৌমাস। ফিনল্যান্ডের মিডিও কাউকো ছাড়া আর কোন বিদেশি এদিনের অনুশীলনে উপস্থিত ছিলেন না। এদিন বাগান ব্রিগেডকে প্রায় দেড় ঘণ্টা ‘ক্লোজডোর’ অনুশীলন করালেন এটিকে মোহনবাগানের হ্যেডসার হাবাস।


২০২০-২০২১ আইএসএলে অল্পের জন্য হাতছাড়া হয়েছে ট্রফি। সামনেই এএফসি কাপ। ১৮ আগস্ট গ্রুপ ‘ডি’-র ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামবে সবুজ-মেরুন। তার আগে নিজেদের প্রস্তুত করে নিতে মরিয়া হাবাসের দল।

আরও পড়ুন:আয়োজিত হতে চলেছে ঐতিহ্যশালী ডুরান্ড কাপ













































































































































