করোনায় আক্রান্ত ক্রুনাল পান্ডিয়া, স্থগিত ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ ম‍্যাচ

0
2

ফের করোনার( corona) থাবা ভারতীয় দলে( india team)। এবার করোনায় আক্রান্ত হলেন ক্রুনাল পান্ডিয়া( krunal pandya)। আর এর কারণে স্থগিত করে দেওয়া হল ভারত-শ্রীলঙ্কা( india-srilanka) দ্বিতীয় টি-২০( t-20) ম‍্যাচ। আজ সন্ধ্যায় হওয়ার কথা ছিল এই ম‍্যাচটি। এই মুহূর্তে শ্রীলঙ্কায় রয়েছে টিম ইন্ডিয়া। একদিনের সিরিজ জয়ের পর প্রথম টি-২০ ম‍্যাচেও জয় পায় শিখর ধাওয়ানের দল।

সূত্রের খবর ক্রুণাল পান্ডিয়ার সংস্পর্শে এসেছিলেন ভারতীয় দলের আটজন সদস্য।  সেই আট সদস্যকে আইসোলেশনে পাঠানো হতে পারে। এদিকে শ্রীলঙ্কা থেকে ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা ছিল পৃথ্বী শাহ ও সূর্যকুমার যাদবের, এবার সেটি নিয়েও সংশয় তৈরি হয়েছে।

জানা গিয়েছে, সমস্ত খেলোয়াড়ের রিপোর্ট না আসা অবধি দুটি দলকেই আইসোলেশনে পাঠানো হয়েছে। যদি সকল খেলোয়াড়ের রিপোর্ট নেগেটিভ আসে, তাহলে এই স্থগিত হওয়া ম্যাচটি হবে আগামীকাল।

আরও পড়ুন:ফের করোনার থাবা অলিম্পিক্সে, আক্রান্ত আরও চার