চলছে টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics)। তবে এরই মাঝে ফের করোনর( corona) হানা আলিম্পিক্সে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও চারজন। এমনটাই জানা যাচ্ছে।
জাপানের সংবাদসংস্থার খবর অনুযায়ী, অলিম্পিক্সে দুই অ্যাথলিটসহ মোট চারজন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে অলিম্পিক্সে মোট ১৫৫ জন করোনায় আক্রান্ত হলেন। গেমস ভিলেজের মধ্যেই আক্রান্ত হয়েছেন ২০ জন। সোমবার করোনায় আক্রান্ত হন নেদারল্যান্ডসের টেনিস খেলোয়াড় জাঁ-জুলিয়েন রজার। যার কারণে এবারের অলিম্পিক্স থেকে বিদায় নিতে হল তাঁকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডাবলসে ওয়েসলি কুলহফের সঙ্গে জুটি বেঁধে খেলার কথা ছিল তাঁর।

২০২০ সালে হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক্স। কিন্তু করোনার কারণে তা বাতিল করে চলতি বছর করোনার সব নিয়ম মেনে আয়োজন করা হয়। তবুও ঠেকানো গেলনা করোনার আক্রমণ। যা নিয়ে চিন্তার ভাজ আয়োজকদের।
আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সে বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে লভলিনা













































































































































